সম্মেলন হলেও নতুন কমিটি হচ্ছে না আজ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৬, ২০২২, ০৮:৫১ পিএম

সম্মেলন হলেও নতুন কমিটি হচ্ছে না আজ

কেন্দ্রীয় ছাত্রলীগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নতুন কমিটি আজ ঘোষণা হবেনা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আওয়ামী লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার ছাত্রলীগের ৩০তম অধিবেশনে শেষে তিনি বলেন, ছাত্রলীগের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত।

ছাত্রলীগের দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের পদপ্রত্যাশীরা সেখানে নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত সেই তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। সেখান থেকেই আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগেই চূড়ান্ত অনুমোদন দেবেন আমাদের সভানেত্রী।

গত ২রা ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ৩রা ডিসেম্বর অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনে মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগের শীর্ষ ২ পদের জন্য ২৫৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ৯৬ জন সভাপতি ও ১৫৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী।

ছাত্রলীগের ২৯তম সম্মেলন হয়েছে ২০১৮ সালের ১১ এবং ১২ মে। তখন রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক অভিযোগ উঠলে দায়িত্ব থেকে সরিয়ে দেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনা।

এরপর ২০১৯ সালে পদাধিকারবলে ভারপ্রাপ্ত সভাপতি হন ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক হন ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কয়েক মাস দায়িত্ব পালনের পর ২০২০ সালের ৪ঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে  প্রধানমন্ত্রী তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করেন।

Link copied!